ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

বাংলাদেশের অন্যতম সেরা জয়: মাশরাফি

প্রকাশিত : ১১:১৯ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে জয়কে বাংলাদেশের অন্যতম সেরা জয় বলছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শুক্রবার শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই বোনাস পয়েন্ট পেয়ে নিশ্চিত করেছে টুর্নামেন্টের ফাইনাল।

প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয়টাও ছিল বড়। তবে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড জয় ছাড়িয়ে গেছে আগের সব ম্যাচগুলোকেও।মাশরাফির কণ্ঠে ফুটে উঠল সেই তৃপ্তি।

“সাম্প্রতিক বা অতীতে তাকালে, বলতেই হবে এটি আমাদের সেরা জয়গুলোর মধ্যে একটি। ছেলেরা যেভাবে খেলেছে, তা ছিল দারুণ। এই ধারা ধরে রাখতে হবে আমাদের।” এই ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, সেই পারফরম্যান্সকে বলা যায় প্রায় পরিপূর্ণ। তবে মাশরাফি উন্নতির সুযোগ দেখছেন আরও।

“দল জিতুক বা হারুক, প্রতিটি ম্যাচ থেকেই শেখার আছে। তামিম সেঞ্চুরি করতে পারত। ব্যাটিং ভালো হয়েছে, তবে কেউই সেঞ্চুরি করতে পারেনি। বোলিংয়ে দক্ষিণ আফ্রিকায় আমরা ধুঁকেছি। দেশে ভালো করছি। আরও ভালোর অবকাশ আছে।”

কেআই/