ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

রাজধানীসহ কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প

প্রকাশিত : ০৯:১০ এএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০৯:৩৪ এএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার

রাজধানীসহ কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় এটি ঘটে। শনিবার সকাল ৭টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি ৪ দশমিক ৬ মাত্রার ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূ-কম্পনের উৎপত্তিস্থল ছিল

ভারতের আসাম রাজ্যের গৌরীপুর এবং এর স্থায়ীত্বকাল ছিল প্রায় ৮ সেকেন্ড।
এদিকে, সকালে কয়েকজন জানান, ঢাকাতেও মৃদু ভূমিকম্পন হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার সকালে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারীসহ দেশের কয়েকটি জেলায় এ ভূ-কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত (সকাল সাড়ে ৮টা) কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রচণ্ড শীতে মানুষজন যখন চাদর মুড়িয়ে ঘুমাচ্ছিলেন, তখনই এ ভূমিকম্প অনুভূত হয়। অনেকে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন।

এসএইচ/