ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

ইপিল ইপিলের ব্যবহার

প্রকাশিত : ১১:৫৫ এএম, ২১ জানুয়ারি ২০১৮ রবিবার

ইপিল ইপিলের রয়েছে অনেক ব্যবহার। ড. তপন কুমার দে তার ‘বাংলাদেশের প্রয়োজনীয় গাছ-গাছড়া’ বইয়ে তুলে ধরেছেন ইপিল ইপিলের ব্যবহার। একুশে টিভি অনলাইনে তুলে ধরা হলো-

১) ইপিল ইপিলের পাতা পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

২) জ্বালানী হিসেবে উত্তম এবং কাঠ কয়লা তৈরি হয়।

৩) কাগজের মণ্ড, দিয়াশলাই ও প্লাই উড হিসেবে ব্যবহৃত হয়।

৪) ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাউস ইত্যাদি দেশে কচি ফল মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

৫) সবুজ তৈরিতেও ইপিল গাছ ব্যবহৃত হয়।

পরিচিতি : ইপিল ইপিল মূলত আমেরিকার প্রজাতি। এটি পত্রমোচী অতি বর্ধনশীল বৃক্ষ। এ গাছ জ্বালানী ও পশুখাদ্য হিসেবে বহুল পরিচিত। এ গাছ ক্ষার মাটিতে ভাল হয়। বনাঞ্চলের চেয়ে ক্ষেতে খামারে, রাস্তার পাশে ও বসত বাড়িতে ভাল জন্মে। উচ্চতায় প্রায় ২০ মি. পর্যন্ত হয়। এর আদি বাস দক্ষিণ মেক্সিকো। এটি সীম জাতীয় গাছ এবং পাতা চিকন। এর বাকল বাদামী, পাতা যৌগিক এক পক্ষল, উপপত্র বিহীন, একান্তর। এর ফুল হলুদ, সমাঙ্গ এবং উভয়লিঙ্গ। ফল ১৫-২০ সে. মি. লম্বা বাদামী বর্ণের হয়।

/কেএনইউ/