ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ২১ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০২:২৬ পিএম, ২১ জানুয়ারি ২০১৮ রবিবার

চলতি বছরের জন্য সৌদি আরবের সঙ্গে হজ বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। আজ সচিবালয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, জানুয়ারি ১৪ তারিখে মক্কায় এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারিভাবে সাত হাজার ১৯৮ জন আর বেসরকারিভাবে এক লাখ ২০ হাজার জন হজ করতে পারবেন। মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। গত বছরও একই সংখ্যক মুসল্লি হজ করার সুযোগ পেয়েছিলেন।

এবারের হজের জন্য মুসল্লিরা প্রাক-নিবন্ধন করেছেন। মন্ত্রণালয় থেকে হজ প্যাকেজ ঘোষণার পর চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন হজে যেতে ইচ্ছুকরা।

ধর্মমন্ত্রী জানিয়েছেন, এবারের হজযাত্রী সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে পরিবহন করবে।

তিনি বলেন, গত বছর যেসব হজ এজেন্সি অনিয়ম করেছে, যাদের মাধ্যমে হজে গিয়ে বাংলাদেশিরা ফিরে আসেননি, চুক্তি অনুযায়ী সেবা দেয়নি এবং চুক্তির শর্ত লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হলেই এসব এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একে// এআর