ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ২ ১৪৩২

নিবন্ধন পেতে আবেদন করেছে ৭৬টি রাজনৈতিক দল

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২১ জানুয়ারি ২০১৮ রবিবার

নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে ৭৬টি রাজনৈতিক দল। তবে, বেশিরভাগই কমিশনের শর্ত পূরণ করতে পারেনি। নাম এবং প্যাড সর্বস্ব দলগুলোর অনেকেরই নিজস্ব কার্যালয়তো দূরের কথা, রাজনৈতিক মতাদর্শও অস্পষ্ট। নির্বাচন কমিশন সচিব বলেছেন, চূড়ান্ত যাচাই-বাছাই শেষে ফেব্রুয়ারিতে দলের নিবন্ধন এবং মার্চে তালিকা প্রকাশ করবে।

রাজধানীর তোপখানা রোডের এ শিশু কল্যাণ ভবনে রাজনৈতিক কার্যালয় হিসেবে নিবন্ধনের আবেদনে ঠিকানা দিয়েছে কয়েকটি দল। অনেক খোঁজাখুঁজির পরও মেলেনি বাংলাদেশ মঙ্গল পার্টি নামে কোন দলের হদিস।

বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ- বাকশাল’ নামের দলটির কার্যালয় এই ভবনের দু’টি কক্ষে। অফিস নয়, বরং বাসা বাড়ির মতই এর সার্বিক চিত্র।

সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে মৌচাক টাওয়ারে তিনটি কক্ষ নিয়ে রাজনৈতিক কার্যালয় বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির। আগামী নির্বাচনে জোটে ভিড়তেই আত্মপ্রকাশ করতে চায় দলটি। অন্যদিকে, সেগুনবাগিচায় মার্কেট হিসেবে ব্যবহৃত এই ভবনের চারতলায় বাংলাদেশ ইসলামী ইউনাইটেড পার্টির অফিস। দলের চেয়ারম্যান বললেন, নিবন্ধন পেলে জোট নয়, একক নির্বাচন করে নিজেদের যোগ্যতা যাচাই করতে চান তারা।

ব্যবসা-বাণিজ্য এবং নিজেদের স্বার্থরক্ষায় যেসব নামসর্বস্ব দল নিবন্ধন চায় তাদের ব্যাপারে নির্বাচন কমিশনের সতর্ক হওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব বলছেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে যাচাই-বাছাইয়ের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিশনের শর্ত পূরণ হলেই নিবন্ধন দেওয়া হবে।

গোয়েন্দা সংস্থার প্রতিবেদনসহ রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের অফিস যাচাই-বাছায়ে কমিশন কোন ছাড় দেবেনা বলেও জানান সচিব।

এসএইচ/