ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

মঙ্গলবার জাতীয় প্রশিক্ষণ দিবস

প্রকাশিত : ০৬:১০ পিএম, ২২ জানুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০৯:৫৭ এএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

আগামীকাল মঙ্গলবার ২২তম জাতীয় প্রশিক্ষণ দিবস পালিত হবে। প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তুলার বিভিন্ন প্রত্যয় নিয়ে এ দিবসটি উৎযাপিত হয়।

এ উপলক্ষে বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে র‌্যালি, সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র ও আলোচনা সভার উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, দক্ষতা উন্নয়ন, জ্ঞানকে হালনাগাদকরণ, অভিজ্ঞতা অর্জন ও বিনিময় এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনে নিবিড় প্রশিক্ষণ ইতিবাচক অবদান রাখে।

অপরদিকে প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, প্রশিক্ষণ খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

 

 

এম