ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

রংপুরে বোরো রোপণ শুরু

প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:৪২ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

মৌসুমের শুরুতেই তীব্র শীত উপেক্ষা করে রংপুরে কৃষকরা বোরো রোপণ শুরু করেছেন। গত বছর ভালো দাম পাওয়ায় কৃষকরা এবার আলুসহ অন্যান্য ফসলের চেয়ে ধান চাষেই বেশি উৎসাহিত হয়েছেন। আর এতে ধানের চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ।

তবে ক্ষেত মজুরদের মজুরীসহ সার ও কীটনাশকের খরচ বেড়েছে বলে অভিযোগ করেন কৃষকেরা।
এদিকে, গত বছর বীজতলা নষ্ট হওয়ায় এবার কৃষকরা আদর্শ পদ্ধতিতে চাহিদার অনেক বেশি বীজতলা তৈরি করেছেন বলে জানায় কৃষি বিভাগ।
চলতি বোরো মৌসুমে রংপুর জেলায় এক লাখ ৩৬ হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এসএইচ/