ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

স্যার ফজলে হাসান আবেদের জন্মদিন আজ

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২৭ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ০৬:১৪ পিএম, ২৭ এপ্রিল ২০১৬ বুধবার

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের ৮১তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের আজকের দিনে হবিগঞ্জের বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পাবনা জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। এরপর তিনি ব্রিটেনের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে নেভাল আর্কিটেকচার বিষয়ে শিক্ষালাভ করেন। পরে তিনি লন্ডনের চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস-এ ভর্তি হন। স্যার ফজলে হাসান আবেদ সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কার পেয়েছেন। বিশ্বব্যাপী দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় তিনি ২০১৬ সালে ‘টমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল অব গ্লোবাল পাবলিক হেলথ’ পদক লাভ করেন। এছাড়া ২০১০ সালে দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে যুক্তরাজ্যের সর্বোচ্চ সম্মানজনক ‘নাইটহুড’ উপাধি দেয়া হয়।