ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

ঢাবি ভিসি ও প্রক্টর অবরুদ্ধ

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:৫১ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ও প্রক্টরকে অবরুদ্ধ করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা ভিসির অফিসের ফটকের তালা ভাংচুর করে। এসময় তারা নিপীড়ন বিরোধী নানা স্লোগান দেন। এর কিছুক্ষণ পর তারা প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীর কার্যালয়ে গিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের উপর হামলা ও যৌন নিপীড়নকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার, প্রশাসনের করা নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার, দায়িত্ব অবহেলার কারণে প্রক্টরের পদত্যাগ।

আজ সকাল ১১ টা থেকে শিক্ষার্থীরা তাদের পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী ক্যাম্পাসে জড়ো হতে থাকে এবং প্রক্টর অফিস ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে ভিসি এবং প্রক্টরিয়াল টিমের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা প্রক্টর অফিসের গেট ভাঙচুর করে। পরবর্তীতে তারা বিকেল সাড়ে চারটার দিকে ছাত্রলীগ এসে ভিসি অফিসে নিয়ে যায়।

/ এআর /