ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

‘নাসিম ভাইয়েরা সত্যিকারের মানুষ’

প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেছেন, নাসিম ভাইয়েরাই সত্যিকারের মানুষ। বঙ্গবন্ধুকে যেমন স্বপরিবারে খুন করা হয়েছে তেমনি জাতীয় চার নেতাকেও কারাগারে নির্মম ভাবে খুন করা হয়েছে। কিন্তু তাদের যোগ্য উত্তরাধিকারীরা খুন করে প্রতিশোধ নেননি। বরং আইনের আশ্রয় নিয়েছেন। আইন অনুযায়ী বিচার হয়েছে। নাসিম ভাইয়েরেই সত্যিকারের মানুষ। এমন মানুষ আজকের সমাজে পাওয়া বিরল।

তিনি আজ বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ মনসুর আলী স্মরনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। শহীদ এম মনসুর আলীর ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ।

বিশেষ অতিথির বক্তৃতায় এই সাংবাদিক নেতা আরও বলেন, আর কোনো জাতীয় নেতাকে যেন আর এমন নির্মম পরিনতি বরন করতে না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

উল্লেখ্য, ১৬ জানুয়ারী ছিল জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর ১০১ তম জন্মদিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় এই চার নেতাকে কারাগারে নির্মমভাবে খুন করা হয়।

বর্তমান স্বাস্থ্য মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম শহীদ এম মনসুর আলীর সন্তান।

/ এআর /