ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ঢাবি উপাচার্য উদ্ধার

প্রকাশিত : ০৭:০০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৭:১৩ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

আন্দোলরত শিক্ষার্থীদের অবরোধে প্রায় চার ঘণ্টার বেশি আটক থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে পাঁচটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ে গিয়ে তাকে উদ্ধার করে। এমনকি উপাচার্যের কার্যালয় থেকে আন্দোলনকারীদের সরাতে তাদের উপর কয়েক দফা হামলা চালানোর অভিযোগও পাওয়া গেছে। ছাত্রলীগের হামলায় বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়।

এর আগে মঙ্গলবার দুপুর থেকে নিজের কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর বিকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের ২০ থেকে ২৫ জনের একটি দল তাকে মুক্ত করতে এগিয়ে যায়।

উল্লেখ্য, ছাত্রী নিপীড়নে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বহিষ্কারসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছিলো শিক্ষার্থীরা। মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ও প্রক্টরকে অবরুদ্ধ করে রাখে।

 

টিআর/টিকে