ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

কোটি বছরের পুরানো ডাইনোসরের ডিম

প্রকাশিত : ০৯:৩১ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:১৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

ভারতের গুজরাটের মাহিসাগরে মাটি খুঁড়তেই বেরিয়ে এসেছে অদ্ভুত সাদা রংয়ের ডিম। বিশেষজ্ঞরা বলছেন, এই ডিমগুলি রাজাসৌরাস নারমাদেনসিসের। এটি ডাইনোসরেরই এক ধরনের প্রজাতি।

মাহিসাগরে গত শনিবার সন্ধ্যায় এই ডিমগুলি পাওয়া যায়। মাঠে চাষ করার সময় মাটি খুঁড়তেই এই ডিম বেরিয়ে আসে। বিশেষজ্ঞরা বলছেন, ডিমের এই জীবাশ্মগুলো কয়েক কোটি বছরের পুরানো।

ডিমগুলোকে ভারতের জিওলজিক্যাল সার্ভে বিভাগে পাঠানো হয়েছে। সেখানে চূড়ান্তভাবে পরীক্ষা করে দেখা হবে এগুলো বিশ্বের বিলুপ্ত প্রজাতির অন্তর্গত কি-না।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

একে/টিকে