ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২০ ১৪৩২

প্রশিকার কাজী ফারুকের এক মাসের দণ্ড

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

প্রশিকার সাবেক চেয়ারম্যান ড. কাজী ফারুক আহমেদকে এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। প্রশিকার ভবন বুঝিয়ে দেওয়ার বিষয়ে আদালতের আদেশ অমান্য করায় তাকে এই শাস্তি দেওয়া হয়।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার একক বেঞ্চ আজ এ আদেশ দেন। 

আদালত একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে অফিসের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করে।   

অফিস বুঝিয়ে দিয়ে আদালতে (হলফনামা আকারে) এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

 

এসি/টিকে