ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

সিসির চাপে সরে গেলেন সাবেক সেনাপ্রধানও

প্রকাশিত : ১২:১১ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০৯:৪৩ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮ বুধবার

মিশরের নব্য স্বৈরশাসক খ্যাত দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির কূটনীতিক চাপের মুখে এক-এক করে সব প্রতিদ্বন্দ্বী-ই নির্বাচনের মাঠ ছেড়ে পালাচ্ছেন। এ তালিকায় সর্বশেষ যুক্ত হলো দেশটির সাবেক সেনাপ্রধান সামি আনান।

সামি আদনানের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সামি আদনান দেশটির প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। এ ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে সামি আদনানকে দেশটির সামরিক শাখার সর্বোচ্চ কর্তৃপক্ষ সুপ্রিম কমিটি অব আর্মড ফোর্সেস (এসসিএএফ) এর সদস্যরা গ্রেফতার করে নিয়ে যায়। তার বিরুদ্ধে এক ওয়ারেন্ট অফিসারের তদন্তে কার্যক্রমে আইন ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে।

গত রোববার প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দেওয়া সামি আনান (৬৯) সেনাবাহিনীর কাছ থেকে কোন অনুমতি নেয়নি বলেও এএসসিএএফ অভিযোগ এনেছে। চাকরির শেষের দিকে তিনি সেনা ‘ডকুমেন্ট’ নিয়ে জালিয়াতি করেছেন বলেও অভিযোগ আনে সংস্থাটি। এছাড়া এক বিবৃতিতে এএসসিএফ দাবি করে, সামি আনান দেশটির সেনাবাহিনী ও তার নাগরিকদের মধ্যে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র করে আসছে।

আবদেল ফাত্তাহ আল সিসি প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই আনান তার প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। এছাড়া ওইদিনই আনান তার অফিসিয়াল পেজে দেশটির সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তাদের নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান।

এদিকে এ ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির কর্তৃপক্ষ আনানের নির্বাচনী শিবিরে হামলা চালায়। এসময় বেশ কয়েকজন আনানপন্থীকে গ্রেফতার করে দেশটির সেনাবাহিনী। আর তাদের কথা বিবেচনা করেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আনান।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিসি এমন একজনকে তার প্রতিদ্বন্দ্বী করতে চান, যাকে সেনাবাহিনী কোন ধরণের সহায়তা করবে না। অপরদিকে জনগণও যাকে পছন্দ করবে না।

সুত্র: আল-জাজিরা
এমজে/