ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

‘ঢাবির সমস্যা সমাধানের দায়িত্ব ঢাবি কর্তৃপক্ষেরই’

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮ বুধবার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও সমস্যা সমাধানের দায়িত্ব ঢাবি কর্তৃপক্ষেরই। কিন্তু আন্দোলনের নামে সেখানে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

বুধবার রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেটে নজরুল শিক্ষালয় স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি (২০১৮) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সংঙ্গে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের কিছু দাবি আদায়ে আন্দোলন করছে। আর এ বিষয়ে ঢাবি কর্তৃপক্ষ যথেষ্ট ওয়াকিবহাল আছে। আর উদ্ভূত পরিস্থিতির সমাধানের দায়িত্বও ঢাবি কর্তৃপক্ষের। তাই এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। তবে আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আশা করি, ঢাবি কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করবেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে কয়েক দিন ধরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন করে আসছে সাধারণ শিক্ষার্থীসহ কয়েকটি প্রগতিশীল ছাত্রসংগঠন।

একে// এআর