ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০৮ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

আগামী ১৮ ফেব্রুয়ারি ২১ তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এদিন বেলা দুইটায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বৃহস্পতিবার এই তফসিল ঘোষণা করতে গিয়ে এসব তথ্য জানান।
তফসিল অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি ২০১৮`বিকাল ২ টা থেকে ৫ টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ ফেব্রুয়ারি ২০১৮ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়ন যাচাই বাছাই করা হবে ৭ ফেব্রুয়ারি। প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ১০ ফেব্রুয়ারি বিকাল ৪ টার মধ্যে। এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রেস বিফ্রিং করে এই তফসিল ঘোষণা করেন সিইসি। এর আগে এ সংক্রান্ত কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়।
সিইসি জানান, নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৮ জন। সংসদ সদস্য ৩৫০ জন হলেও মৃত্যুজনিত কারণে দুটি আসন শূন্য রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাত করেন সিইসি। তারও একদিন আগে ভোটার তালিকা চেয়ে স্পিকারের কাছে চিঠি লিখে ইসি। এরপর ভোটার ও বিভক্তি ভোটারের তালিকা ইসিকে দেওয়া হয়।
২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. আবদুল হামিদ। বাংলাদেশের আইনে এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকতে পারবেন।
মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে ২৩ এপ্রিল। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষে পূর্ববর্তী ৯০ দিন থেকে ৬০ দিনের মধ্যে যে ৩০ দিন এই ৩০ দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৯১-এর ৫(২) ধারা অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বিষয়ে ২৪ জানুয়ারি জাতীয় সংসদের স্পিকারের সাথে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্মকর্তারা পরামর্শ করেছেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ এর ১ ও ২ অনুসারে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হবে আগামী ২৩ এপ্রিল। সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী ২৪ জানুয়ারী ২০১৮ তারিখ থেকে ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করতে হবে।  
/ এআর /