ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

ট্রাম্পের জন্য স্বর্ণের টয়লেট (ভিডিও)

প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজকে সাজানোর জন্য বিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঁগের একটি পেইন্টিং চেয়েছিলেন। কিন্তু নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘর কর্তৃপক্ষ তা না দিয়ে উল্টো ট্রাম্পকে সোনার টয়লেট উপহার দিতে চেয়েছেন।

ট্রাম্পকে উপহার হিসেবে দিতে চাওয়া টয়লেটটি ১৮ ক্যারেট সোনা দিয়ে বানানো। ওই চিত্রকর্মটি ইউরোপের আধুনিক চিত্রকর্ম বিকাশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জাস্টিন কে থানহসারের সংগ্রহ ছিল। বিশেষ উপলক্ষ ছাড়া ওই চিত্রকর্ম জাদুঘর থেকে সরানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

হোয়াইট হাউসের বিভিন্ন ঘর সাজানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিরা বিভিন্ন শিল্পকর্ম ধার করে থাকেন।

উল্লেখ্য যে, জাদুঘরের পরিচালক ন্যান্সি স্পেকটরের কাছে গত বছরের সেপ্টেম্বর মাসে ট্রাম্প ওই অনুরোধ জানান।

 সূত্র: ওয়াশিংটন পোস্ট

এম/টিকে