ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

বাইবেল-৮

ধন্য সেই জন-

প্রকাশিত : ১০:৩৮ এএম, ২৭ জানুয়ারি ২০১৮ শনিবার

ধন্য সে জন যে দুষ্টদের মন্ত্রণায় চলে না,
পাপীদের পথ মাড়ায় না,
নিন্দুকের আসরে বসে না।
কিন্তু সদাপ্রভুর বিধান অনুসরণেই আনন্দ পায় এবং
তাঁর বিধিমালা নিয়েই ধ্যান করে। [গীতসংহিতা ১:১-২]


সূত্র: কোয়ান্টাম কণিকা

একে/ এমজে