ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

আমি ফেসবুকের পক্ষে: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশিত : ১১:০৩ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮ শনিবার

এসএসসির পরীক্ষার সময় ফেসবুক বন্ধ রাখার বিষয়ে মত দিলেও আমি ফেসবুকের পক্ষে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। শনিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের তাশুল্ল্যা উচ্চবিদ্যালয়ের ২৫ বছরের রজতজয়ন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী এসময় আরও বলেন, আপনার এলাকার সমস্যাগুলো কাউকে বলতে না পারলেও ফেসবুকে তুলে ধরেন। দেখবেন সমাধান হবে।

তিনি আরোও বলেন, আমাদের দেশের ধারাবাহিক উন্নতি দেখে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা এখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে ব্যস্ত থাকেন। যা পূর্বে এরকম ছিল না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বলেই পদ্মা সেতু করা সম্ভব হচ্ছে। তা না হলে মানুষ পদ্মা সেতুর কথা ভাবতেই পারত না।

আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ। শত্রুতা ভুলে গিয়ে নির্বাচনের বছর ২০১৮-এ ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে হবে বলে জোর দিয়েছেন অনুষ্ঠানের উদ্বোধক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতের উন্নয়নবিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।

এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. পলাশ চৌধুরী, সাবেক সাংসদ খন্দকার হারুন-উর-রশিদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া প্রমুখ।

এম/টিকে