ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

নেপালকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার | আপডেট: ০৮:২২ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার

bd win মেহেদী হাসান মিরাজ ও জাকির হোসেনের অসাধারণ ব্যাটিংয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।  প্রথম কোয়ার্টার ফাইনালে নেপালকে ৬ উইকেটে হারিয়ে প্রথমাবারের মত শেষ চারে জায়গা করে নিলো বাংলাদেশ। এর আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে  ২১১ রান করে নেপাল। নতুন ইতিহাস গড়ার ম্যাচে শুরুটা ভাল হয়নি বাংলাদেশেরও। ২১২ রানের টার্গেটে মাত্র ৫ রানে ওপেনার সাইফ হাসান বিদায় নিলে হাল ধরেন পিনাক ও জয়রাজ। এই দুইজনের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে সহজ জয়ের আভাস পাচ্ছিল স্বাগতিকরা। তবে, পিনাক ৩২ ও জয়রাজ ৩৮ রানে আউট হলে হতাশ হয় দর্শকরা। আর নির্ভরযোগ্য ব্যাটসম্যান শান্ত মাত্র ৮ রানে ফিরে গেলে, ৯৮ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে মিরাজ বাহিনী। তবে, জাকির হাসানকে  নিয়ে দলকে বিপদ থেকে টেনে তুলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথমে ধীর গতিতে এবং পরে খোলস ছেড়ে দলকে জয়ের বন্দরে নোঙ্গর করান এই দুই কুশলী ব্যাটসম্যান। পঞ্চম উইকেট জুটিতে মিরাজ ও জাকিরের অনবদ্য ১১৭ রান স্বাগতিক দর্শকদের মুখে হাঁসি ফোটে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন জাকির। তার ৭৭ বলের ইনিংসে ছিল পাচটি বাউন্ডারী আর একটি বিশাল ছক্কা।  আর অধিনায়ক মিরাজ অপরাজিত ছিলেন ৫৫ রানে। ব্যাট-বলের চৌকষ পারফরমেন্স দিয়ে ম্যাচ সেরার পুরষ্কারটাও জিতে নেন বাংলাদেশ দলপতি। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলপতি রাজু রিজালের ৭২ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২১১ রান সংগ্রহ করে নেপাল। যুবা বিশ্বকাপের সেমিফাইনালে উঠে নতুন রেকর্ড গড়লো জুনিয়র টাইগাররা। ক্রিকেটের বিশ্ব মঞ্চে প্রথমবার শেষ চারে জায়গা করে নিল বাংলাদেশ।