ঢাকা, মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৪ ১৪৩২

বাহুবলীর অভিনেত্রীকে জুতা মেরে হাজতে! (ভিডিও)

প্রকাশিত : ১১:৪৪ এএম, ২৯ জানুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০১:০২ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮ সোমবার

বাহুবলী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়ার মুখে জুতো ছুড়ে হাজতে ঢুকেছে অভিযুক্ত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের হিম্যাথানগরে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।

জানা গেছে, হিম্যাথানগরে একটি সোনার দোকান উদ্বোধন করতে এসেছিলেন অভিনেত্রী তামান্না। সেই সোনার দোকানেরই ৩১ বছর বয়সি এক ব্যক্তি আচমকাই জুতো ছুঁড়ে মারে অভিনেত্রীর মুখে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম কারিমুল্লা। মুশীরাদাবাদ বি টেক গ্র্যাজুয়েটের ছাত্র তিনি। ঘটনার দিন দোকানের ফিতা কাটতে গিয়ে ওই অভিনেত্রীর মুখে জুতো ছুঁড়ে মারেন কারিমুল্লা। তবে, সরাসরি অভিনেত্রীর মুখে গিয়ে লাগেনি জুতোটা। ঘটনাস্থলেই আটক করা হয় অভিযুক্ত ওই ব্যক্তিকে।

কিন্তু আচমকা কেন এমন কাণ্ড ঘটালেন কারিমুল্লা! পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে প্রশ্ন করতেই বেরিয়ে আসে আসল সত্যিটা। অভিনেত্রীর অভিনয়ে ক্ষুব্ধ হয়েই এমন একটি কাণ্ড ঘটিয়েছে কারিমুল্লা।

‘বাহুবলী’ সিনেমাতে অভিনয় করেই আলোচনায় আসেন তামান্না। তবে, ‘বাহুবলী’ ছাড়াও বেশ কিছু তামিল, তেলেগু সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখা গেছে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/