ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

সম অধিকার নেই কোথাও: গোলটেবিলে বক্তারা

প্রকাশিত : ১১:৫৬ এএম, ২৯ জানুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ১২:২২ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮ সোমবার

সংবিধানে সমান অধিকারের কথা বলা হলেও বাস্তবে ঘটছে তার উল্টোটা। এখনো অনেক মানুষ সমান অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

আজ সকালে জাতীয় প্রেসক্লাবে সম নাগরিকত্ব শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমুহের সমন্বয়কারী প্রতিষ্ঠান ( এডাব) এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

এসময় বক্তারা বলেন, রাষ্ট্র নাগরিকদের ব্যাক্তিত্ব বিকাশের জন্য মৌলিক অধিকার নামক অপরিহার্য সুযোগ সুবিধা প্রদান করেছে। সংবিধানে সকল নাগরিকের সমান অধিকারের কথা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট`র মূলকথা, `কাউকে বাদ দিয়ে নয়` অর্থাৎ সেখানেও সম অধিকারের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে সংবিধানও দেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে বাস্তবে দেখা যাচ্ছে, অনেক নাগরিক-ই সমান অধিকার থেকে বঞ্চিত।

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, এদেশে সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছেন নারী, দরিদ্র মানুষ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, দুর্গম অঞ্চলের মানুষ, তৃতীয় লিঙ্গের মানুষ ও দলিত সম্প্রদায়ের লোকজন। তবে সংবিধান তাদের সম অধিকার নিশ্চিত করলেও রাষ্ট্র কেন তা পারছে না, তার সমালোচনা করা হয়।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০২০ সালে ৭ম পঞ্চবার্ষিকপরিকল্পনা পূর্ণ হবে। ২০২১ সালের মধ্যে মধ্যম অায়ের দেশে উন্নীত হওয়া ও ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট ( এসডিজি) অর্জন ও ২০৪১ এর মধ্য উন্নত দেশের কাতারে পৌঁছার লক্ষ্য রয়েছে। দেশের বিশাল জনগোষ্ঠির মধ্যে সম নাগরিকত্ব প্রতিষ্ঠা না করে লক্ষ্য অর্জন সম্ভব নয়।

এসময় বক্তারা বিভিন্ন দলিত শ্রেণীর বঞ্চনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার ৪৬ বছর পরও সম নাগরিকত্ব দাবি করতে হচ্ছে, যা কাম্য নয়। সমাজের দলিত ও বঞ্চিত শ্রেণী সম নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত হলে সংবিধান লঙ্ঘন হয় বলে মত দেন তারা।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেছেন এডাব- এর সহ সভাপতি রফিকুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডাব - এর পরিচালক এ কে এম জসিম উদ্দিন। গোলটেবিল বৈঠকে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি ছাড়াও আলোচনা করেন জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিন, সমাজ ও জাতি গঠন এর নির্বাহী পরিচালক আবদুল মতিন।

 এএ/ এমজে