ঢাকা, মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৫ ১৪৩২

পাকিস্তানকে ২০৩ রানে হারিয়ে ফাইনালে ভারত

প্রকাশিত : ১১:২৫ এএম, ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৮:১৬ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কোহলিদের হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। ধারণা করা হয়েছিলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইভেন্টে ভারতের বিপক্ষে জয় ছিনিয়ে নিবে সরফরাজের উত্তরসূরিরা। হলো তার উল্টো। ভারতের কাছে ২০৩ রানের বিশাল ব্যবধানে হেরে বিদায় নিতে হলো পাকিস্তানের যুবাদের।

সেমিতে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে শুবমান গিলের সেঞ্চুরির সুবাদে ৯ উইকেটে ২৭২ রান করে ভারত অনুর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৯ ওভারে ৬৯ রানে অলআউট হয় পাকিস্তান। ২০৩ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের স্বাধ নিতে হলো যুবাদের। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতের যুবারা।

ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী ‍শুবমান গিল ১০২ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেছেন রাহিল নাজির (১৮)। ভারতের ইশান ৬ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ৪ টি উইকেট নিয়ে প্রতিপক্ষ শিবিরকে ধ্বসিয়ে দিয়েছেন।

একে// এআর