একুশে বইমেলা
যে সব রাস্তায় যান চলাচল বন্ধ
প্রকাশিত : ০৪:২৪ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষ্যে রাজধানী ঢাকার গ্রন্থমেলা এলাকায় ব্যপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে শৃঙ্খলা রক্ষায় গ্রন্থমেলা চলাকালে মেলাসংলগ্ন কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপির তরফ থেকে জানানো হয়েছে, মেলা চলাকালে রাজধানীর দোয়েল চত্ত্বর ক্রসিং হতে টিএসসি পর্যন্ত কোন গাড়ি প্রবেশ করবে না, শুধুমাত্র বাংলা একাডেমি স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করবে। এছাড়া টিএসসি হতে দোয়েল চত্ত্বর ক্রসিং পর্যন্ত কোন গাড়ি প্রবেশ চলাচল করবে না। তবে শুধু বাংলা একাডেমির স্টিকারযুক্ত গাড়ি ওই এলাকায় চলাচল করতে পারবে।
এদিকে বই মেলায় আগত দর্শনার্থীদের চলাচলের সুবিধার্থে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের উপরও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা যায়, দোয়েল চত্ত্বর কেন্দ্রিক পার্কিং ব্যবস্থা হবে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় মোকাররম ভবন মাঠ ও দোয়েল চত্ত্বর ক্রসিং হতে শহিদুল্লাহ হল পর্যন্ত রাস্তার দুই পাশ। এছাড়া টিএসসি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবন (মলচত্ত্বর) মাঠ থেকে ফুলার রোড রাস্তার দুই পাশ। তবে মাত্র এক লেনে গাড়ি রাখা যাবে।
এমজে/