ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

দি প্রিমিয়ার ব্যাংকের এএমডি গোলাম আউলিয়া

প্রকাশিত : ১২:১৮ এএম, ৩১ জানুয়ারি ২০১৮ বুধবার

গোলাম আউলিয়া দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে সম্প্রতি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। আউলিয়া ১৯৮৩ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে শিক্ষানবিশ অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

প্রিমিয়ার ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইউসিবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে গোলাম আউলিয়া জেনারেল ব্যাংকিং, ফরেন এক্সচেঞ্জ, ক্রেডিট, লিগ্যাল অ্যান্ড রিকভারি সেক্টরে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন। সেই সাথে সঠিক দিকনির্দেশনার সাথে ইউসিবির বিভিন্ন শাখার প্রধান হিসেবে কাজ করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। আউলিয়া দেশে এবং বিদেশে বিভিন্ন সেমিনার এবং কর্মশালায় অংশ গ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

আর/টিকে