ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

প্রতিদিন ক্যান্সার আক্রান্ত হচ্ছেন ৩৩৪ জন

প্রকাশিত : ০২:০৩ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০২:০৪ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮ বুধবার

বাংলাদেশে প্রতিদিন অন্তত ৩৩৪ জন মানুষ দূরোরোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে এ কথা বলেন চিকিৎসকরা।

`উইক্যান, আই ক্যান` (আমরা পারি, আমিও পারি) স্লোগানে আগামী ৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হবে বিশ্ব ক্যান্সার দিবস। দিবসটিকে সামনে রেখে আজ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত কর্মসূচিতে ক্যান্সার বিষয়ে নানা সচেতনতামূলক পরামর্শ দেন।

রাজধানীর অ্যাপোলো হাসপাতাল এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগী পার্টনার হিসেবে ছিলেন রোস বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক। সাংবাদিক শ্যামল দত্তের সঞ্চালনায় কর্মসূচিতে আলোচনা করেন প্রেসক্লাবের সভাপতি মো: শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, অ্যাপোলো হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা: আরিফ মাহমুদ, ডা: কৈলাশ চন্দ্র মিশ্র, ডা: মুরুগান আপ্যাসামী ও চীফ ডয়েটিশিয়ান তামান্না চৌধুরী।

আলোচনা অনুষ্ঠানে অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা জানান, ২০১৭ সালের এক হিসাব অনুযায়ী প্রতিবছর পৃথিবীতে ৮২ লাখ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করেন। এর মধ্যে ৪০ লাখ মানুষ অকালে প্রাণ হারান। বিশ্বের যখন এই অবস্থা, তখন আমাদের দেশে প্রায় ১৫ লাখ ক্যান্সার রোগী আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া প্রতিবছর প্রায় আড়াই লাখ নতুন ক্যান্সার রোগী শনাক্ত হয় বলেও জানান তারা। এই সময় আলোচকরা বলেন, বর্তমানে প্রতিদিন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩৪ জন। আর মারা যাচ্ছেন ২৫০ জন। ক্যান্সারের ব্যায়বহুল চিকিৎসা করতে গিয়ে সর্বশান্ত হচ্ছে তাদের ৭০ শতাংশ।

এদিকে কর্মসূচীর মধ্যে রয়েছে জাতীয় প্রেসক্লাবের সদস্যদের বিনা ফিতে রেজিস্ট্রেশন কার্ড, হেলথ চেক আপ ও কনসালটেশন সার্ভিস।

এএ/এমজে