ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

পেশার তাগিদে সাংবাদিকরাও ঝুঁকির মুখে

প্রকাশিত : ০৩:১২ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮ বুধবার

পেশাগত কারণে সাংবাদিকদের ব্যক্তিগত জীবনে অনেক অনিয়ম করতে হয় জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালিক বলেছেন, জীবন যাপনের নানা ত্রুটিপূর্ণ কারণে সাংবাদিকরাও এখন ক্যান্সারের ঝুঁকির মধ্যে রয়েছে। তাই এ ব্যাপারে এখন থেকে সচেতনতা বাড়ানো দরকার বলে মন্তব্য করেন তিনি।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালিক। অ্যাপেলো হাসপাতাল কর্তৃক আয়োজিত ক্যান্সার বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, ‘বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব ঘটেছে; প্রচুর হাসপাতাল, মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবার দিক থেকে আমরা ভারতের চেয়েও এগিয়ে রয়েছি। স্বাস্ব্যসেবা নিশ্চিতে সম্প্রতি ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়েছি।

মন্ত্রী আরও বলেন, ‘মোট চাহিদার ৯৮% ওষুধ এখন দেশে উৎপাদিত হচ্ছে। আমাদের মোট স্বাস্থ্যসেবার অর্ধেক আসে এখন প্রাইভেট সেক্টর থেকে। কিন্তু তা অত্যান্ত ব্যয়বহুল। সে ব্যাপারে প্রাইভেট সেক্টরের কর্তাদের ভেবে দেখা দরকার। দেশে বর্তমানে সরকারি হাসপাতালগুলোর মান আগের চেয়ে অনেক ভালো বলেও যোগ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংবাদিক শ্যামল দত্ত ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।