ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

স্কুলবাসের সমান ডাইনোসর

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ১২:১৮ এএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

লম্বা গলার চার পায়ের একটি ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন প্রজাতির এই ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে মিসরে সাহারা মরুভূমিতে। মিসরের মানসোরা বিশ্ববিদ্যালয়ের মেরুদণ্ডী জীবাশ্মবিজ্ঞানীরা এটি আবিস্কার করেন।

স্কুলবাসের সমান বড় এই ডাইনোসর আট কোটি বছর আগে ওই অঞ্চলে ঘুরে বেড়াত বলে দাবি করছেন বিজ্ঞানীরা। গবেষকেরা জানিয়েছেন, ক্রিটেসিয়াস যুগের ওই ডাইনোসরটির নাম মানসোরাসরাস শাহিনি। ৩৩ ফুট লম্বা এই তৃণভোজী প্রাণীটির ওজন ছিল সাড়ে পাঁচ টন।

আবিস্কার সম্পর্কে সব তথ্য নেচার ইকোলজি অ্যান্ড ইভলিউশন পত্রিকায় গত সোমবার প্রকাশিত হয়েছে। এ আবিস্কারকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা। এর ফলে বেশ কিছু অজানা রহস্যের সমাধান মিলতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

সূত্র: রয়টার্স

একে// এআর