ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

পুলিশের ওপর হামলা সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:১২ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮ বুধবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গতকাল পুলিশের ওপর যেভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করা হলো, এসব কোনোভাবেই সহ্য করা হবে না। এরকম জগন্য ঘটনা আমরা এর আগে দেখিনি।  

গণভবনে বুধবার রাতে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নতুন আইজিপির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক সেটাই আমরা চাচ্ছি। সন্ত্রাস-মাদক, জঙ্গীবাদ নির্মূল সবকিছুই চলবে। আমাদেরকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনি ভালোভাবে তাদের কাজ করে যাচ্ছে। তারা সন্ত্রাস নির্মলে বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ জানুয়ারি) হাইকোর্টের সামনে পুলিশ ভ্যানে হামলা চালিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে বিএনপি নেতাকর্মীরা। প্রিজন ভ্যানে হামলা চালিয়ে দলের তিন নেতাকে ছিনিয়ে নিয়ে যান তারা। ওইদিন বিকেলে ঘটনার পর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

এসি/টিকে