ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

নানা আয়োজনে শেষ হলো অমর একুশে বই মেলার প্রথম শিশুপ্রহর

প্রকাশিত : ০৬:০০ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:০৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার

বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে শিশুদের পরিচয় করিয়ে দেয়ার নানা আয়োজনে শেষ হলো অমর একুশে বই মেলার প্রথম শিশুপ্রহর । শিশুপ্রহর চলে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। বাংলার ইতিহাসের সাথে সন্তনদের পরিচয় করাতে ও বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে সকাল থেকেই মেলা প্রাঙ্গনে ভীড় জমান অবিভাবকেরা। shisho prohorশিশুপ্রহর শুরুর আগে নজরুল মঞ্চ প্রাঙ্গনে সকাল ৯ টা থেকে শুরু হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সে উপলক্ষে সকাল থেকেই পিতামাতারা তাদের সন্তানদের নিয়ে হাজির হন বাংলা একাডেমী প্রাঙ্গনে। চিত্রাঙ্কনগুলোতে ওঠে আসে মুলত ভাষা আন্দোলন ও এর রুপ প্রকৃতি। মেলার সার্বিক বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অবিভাবকেরা। প্রতিবছরের ন্যায় এ স্বপ্তাহে শিশুপ্রহর শুক্র ও শনি দুদিন নির্ধারণ করা হয়েছে। শিশুতোষ বইয়ের বিক্রি নিয়েও সন্তোষ প্রকাশ করেন প্রকাশকরা। ছুটির দিনে মেলায় এসে ক্ষুদে পাঠকরাও সামিল হলো মিলন মেলার আনন্দে ।