‘অবৈধ ক্ষমতা দখলকারীরা সংস্কৃতি চর্চা জানে না’
প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সংস্কৃতি চর্চা, ভাষা চর্চা করতে জানে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গনে মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সামরিক শাসকদের ইঙ্গিত করে এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী শিল্প ও সাহিত্যের অগ্রগতিতে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, শুধু বই বেঁচাকেনার জন্য বই মেলা হয় না। বই মেলা আমাদের প্রাণের মেলা। বই মেলা টানে। এই মেলায় অনেক নবীন লেখক তাদের লেখালেখি প্রকাশের সুযোগ পায়। এই মেলায় আমাদের জ্ঞান চর্চার দ্বার উন্মুক্ত হয়। বাংলা একাডেমীর সভাপতি এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানসহ দেশ বিদেশের নামকরা সব লেখক সাহিত্যিক।
এর আগে প্রধানমন্ত্রী সাহিত্যের বিভিন্ন শাখায় বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত ১২ জনের হাতে পুরষ্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী ১৯৫২ সালে শহীদ হওয়া সব ভাষা শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতাকেও শ্রদ্ধার সঙ্গে স্মরন করেন তিনি। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তানের দুই অংশের মধ্যে বিবদমান বৈষম্য তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা নিজেদের শিল্প সাহিত্যকে মর্যাদা দিতে না পারলে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না।
শেখ হাসিনা এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসবে ২১ ফেব্রুয়ারী ঘোষণার ক্ষেত্রে তার সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন। পাশাপাশি আন্তর্জাতিক ভাষাগুলো গবেষণার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা স্মরন করেন।
উল্লেখ্য বাংলা একাডেমী প্রাঙ্গনে শুরু হওয়া এই মেলা আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।
/ এআর /