ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

‘লাইসেন্স দেওয়ার সময় চালকদের রক্ত পরীক্ষা’

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সময় চালকদের রক্ত পরীক্ষার বিষয়টি চিন্তা-ভাবনা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য নুরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মাদক দেশের সর্বত্র সুনামীর মত ছড়িয়ে পড়েছে। দেশের এমন কোন গ্রাম নেই যেখানে মাদক ছড়িয়ে যায়নি। এই মাদক আমাদের তরুণ সমাজের একটি বড় অংশকে গ্রাস করেছে। এ থেকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। তবে এ ব্যাপারে রাজনৈতিক নেতাদেরও ভূমিকা রয়েছে। তাদের এসব বিষয়ে এলাকায় সচেতনতা বাড়াতে হবে।

তিনি বলেন, লাইসেন্স প্রার্থীদের রক্ত পরীক্ষার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা একজন চালক যদি ‘রেকলেস ড্রাইভিং’ করে অর্থাৎ কোন প্রকার বিরতি ছাড়াই ২৪ ঘন্টা বা তার অধিক কাল গাড়ি চালায় তাহলে তার দুর্ঘটনায় পতিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সে কারণে আমরা ড্রাইভারদের কাউন্সেলিংয়ের পরিকল্পনা নিয়েছি। বেসরকারি মালিকদেরও বলা হয়েছে, তারা যেন তাদের গাড়ি চালকদেরও কাউন্সেলিং করেন।

আর/টিকে