ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪,   বৈশাখ ৩০ ১৪৩১

প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ কর্মসূচী ঘোষণা প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরামের

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ৩০ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০২:৩৭ পিএম, ৩০ এপ্রিল ২০১৬ শনিবার

Primary teacherঢাকাসহ শহরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলিনীতি সংশোধন ও  বদলি বন্ধের দাবিতে ২২শে মে মানবন্ধন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ কর্মসূচী ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরাম। ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচীর ঘোষণা দেয় সংগঠনটি। প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করতে সংগঠনটি বেশ কয়েকটি দাবিও তুলেছে। শিক্ষকদের জন্য সিনিয়র শিক্ষকদের প্রধান শিক্ষক পদ ও প্রধান শিক্ষককে সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা করার দাবি তাদের। একউ সঙ্গে পদোন্নতির মাধ্যমে মহাপরিচারক পদ পূরণের পদক্ষেপেরও আহ্বান তাদের। শিক্ষকদের দ্বিতীয় শ্রেনীতে উন্নীতকরণের পাশাপাশি বেতন বৈষম্য বাতিলের দাবিও করে সংগঠনটি।