টেস্ট ইতিহাসে ৭০০ পেরোনো যত ইনিংস-
প্রকাশিত : ০৪:২২ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৭০০ পেরোনো ইনিংসের সংখ্যাটা কত, জানেন? এক ইনিংসে ৭০০ পেরোনো দলের সংখ্যাই বা কত? কার কার অবদানে এই হিমালয় সমান রানের পাহাড় গড়েছে দলগুলো। আজকের আয়োজনে থাকছে এর সাতকাহন-
এক সময় ক্রিকেটের স্বর্গরাজ্য খ্যাত ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই প্রথম ৭০০ রানের ইনিংস হাঁকান ইংলিশরা। ১৯৩০ সালের ওয়েস্ট ইন্ডিজের সাবিনা পার্ক স্টেডিয়ামে আন্ড্রে সান্ডহার্মের ৩২৫ রানের জবাবে ৮৪৯ রান তোলে ইংলিশরা। তবে টেস্ট ক্রিকেটে বর্তমানে ভারত-দক্ষিণ আফ্রিকা রাজত্ব করলেও এক ইনিংসে সর্বোচ্চ স্কোরের মালিক শ্রীলঙ্কা।
১৯৯৭ সালে ভারতের বিপক্ষে ছয় উইকেট হারিয়ে ৯৫২ রান সংগ্রহ করে লঙ্কানরা। এরপরই আছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে কেনিংটন ওভালে ৯০৩ রানের এক ঝলমলে ইনিংস খেলে ইংলিশরা। এদিকে ৯০০ ‘র কোটায় কেবল পৌঁছতে পেরেছে দুটি দেশই। শ্রীলঙ্কা আর ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের পরই অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৫৮ সালে ৭৯০ রানের ঝলমলে এক ইনিংস খেলে বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে দেয় তারা।
এদিকে কেবল শ্রীলঙ্কা, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ-ই ৭০০ বা তার ঊর্ধের ক্লাবে নাম লেখাননি, এই কাতারে যুক্ত হয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ভারতও। গত ৭৮ বছরের ক্রিকেট ইতিহাসে মাত্র ২৩ বার এক ইনিংসে ৭০০ বা তদূর্ধ রান তুলতে সমর্থ হয়েছে ব্যাটসম্যানেরা। গত ৭৮ বছরের ইতিহাসে শ্রীলঙ্কা সবচেয়ে বেশিবার ৭০০’র কোট ছুঁয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ এক ইনিংসে ৪ বার করে ৭০০ বা তদূর্ধ রান তুলতে সমর্থ হয়েছে। বিপরীতে ইংল্যান্ড ৩ বার ও পাকিস্তান ২ বার করে ৭০০ রানের ক্লাবে পৌঁছেছেন।
শ্রীলঙ্কার ছয় দীর্ঘ ইনিংসের সর্বশেষটি করেছে বাংলাদেশের বিপক্ষে। আজ ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে ৭১৩ রান তোলে দীর্ঘ ইনিংসের উচ্চতাটা আরও বাড়িয়ে নিল লঙ্কানরা। এদিকে ছয় দীর্ঘ ইনিংসের দুইটি-ই করেছেন বাংলাদেশের বিপক্ষে। গত ২৭ জানুয়ারি ২০১৪ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৭৩০ রানের বড় ইনিংস দাঁড় করায় লঙ্কানরা।
নিচে তার তালিকা দেওয়া হলো-
সূত্র: ইউএসপিএন
এমজে/