ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নিহত ১

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ (৬৫) নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এখন তার পরিচয় জানা যায়নি।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ জানান, সকালে রেল লাইনের পাশে হাঁটার সময় জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হন ওই বৃদ্ধ। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়্। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া নিহত বৃদ্ধের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে বলেও জানান এএসআই।

একে// এআর