বিএনপিকে প্রতিহত করা হবে: কামরুল
প্রকাশিত : ০১:০৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০১:৫০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে বিএনপিকে প্রতিহত করা হবে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে সুরঞ্জিত সেন গুপ্তের প্রথম প্রয়ান দিবস ও চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া নির্বাচন নিয়ে যে শর্ত দিয়েছে তাদের দেওয়া কোন শর্ত কাজে আসবে না। সংবিধানের একচুল ব্যত্যয় ঘটবে না।আগামী নির্বাচন হবে নির্বাচন কমিশনারের অধীনে। এই নির্বাচনে কেউ আসুক আর না আসুক। নির্বাচন যথা সময়ে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
এসএইচ/