ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত : ০২:৪২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার

চারটির বেশি বিষয়ে অকৃতকার্য হলেও ইন্টার্নশিপ করতে দেওয়ার সুযোগের দাবি আদায়ে সড়কে নেমে বিক্ষোভ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টা থেকে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের সড়কটি ঘণ্টাখানেক আটকে রাখে কয়েকশ শিক্ষার্থী।

বিক্ষোভের কারণে মহাখালী থেকে মগবাজারমুখী সড়কে কার্যত যান চলাচাল বন্ধ হয়ে যায় হয়ে যায় বলে তেজগাঁও শিল্পাঞ্চলের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বাকি বিল্লাহ জানিয়েছেন।

তিনি বলেন, ছাত্ররা খুব অল্প সময় রাস্তা অবরোধ করেছে। তারা খুব শান্ত ছিল। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে ক্যাম্পাসে নিয়ে গেছি।
বেলা ১২টার দিকে উপাচার্য অধ্যাপক মাসউদ আহমদ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে দিয়ে ক্যাম্পাসের ভেতর ঢুকে পড়ে।

ঘটনাস্থলে উপাচার্য সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে। কোনো অবস্থাতেই ক্যাম্পাসে অস্থিরতা করতে দেওয়া হবে না।

টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিব বলেন, স্যার আমাদের দাবি মেনে নিয়েছেন। আমরা অবস্থান প্রত্যাহার করেছি।

এসএইচ/