ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

জাল নোট সনাক্তে সক্ষম টাকা গোনার মেশিন এখন দেশীয় বাজারে

প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০৯:৩৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার

টাকা গোণার পাশাপাশি জাল নোট সনাক্তকরণে সক্ষম এমন এক মেশিন দেশীয় বাজারে আনল গ্লোবাল ব্র্যান্ড। তাইওয়ান ভিত্তিক কিংটন জেবি ২০০০ এস মডেলের এই মেশিনে আছে বিল্ট ইন আল্ট্রা ভায়োলেট সিস্টেম। এর সাহায্যে মেশিনে কোন জাল নোট দেওয়া হলে তা সনাক্ত করতে পারবে যন্ত্রটি।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গ্লোবাল ব্র্যান্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাকিউম  সাকশন  ফিড  পদ্ধতিতে  এই  মেশিন  দ্বারা মাত্র  তিন সেকেন্ডে এক শত নোট গণনা করা যাবে। সকল বাংলাদেশি  টাকা  গণনায় সক্ষম  মেশিনটিতে  রয়েছে ডুয়েল রিসেট ও ডুয়েল  ডিসপ্লে।

১ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের এই যন্ত্রটিতে আছে ১ বছর বিক্রয়োত্তর সেবা। পাশাপাশি ঢাকার মধ্যে বিনামূল্যে গ্রাহকের কাছে পৌছে দেওয়া হবে যন্ত্রটি। গ্লোবাল ব্র্যান্ডের সকল শো-রুমে এ যন্ত্রটি পাওয়া যাবে।

বর্তমান সময়ের  সাথে  তাল  মিলিয়ে  গ্রাহকদের  প্রয়োজন, কাজের  সুবিধা  এবং  সময় ও কষ্ট  লাঘব  করার উদ্দেশ্যে নিয়েই বাংলাদেশের বাজারে পণ্যটি এনেছে বলে জানায় গ্লোবাল ব্র্যান্ড।

সংবাদ বিজ্ঞপ্তি

//এস এইচ এস//