ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

দুধে ফরমালিন সনাক্তকরণ কিট

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০৪:১৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

ব্যাবহার পদ্ধতি

দুধে ফরমালিন সনাক্তকরণ দ্রবন বক্সের ভিতরে পরীক্ষার জন্য একটি দ্রবন ও একটি চামচ এবং বক্সের গায়ে ব্যবহারবিধি সরবরাহ করা হয়েছে।

ফরমালিন পরীক্ষার জন্য এক চামচ দুধ নিয়ে ৪-৫ ফোঁটা দ্রবন দিয়ে কিছুক্ষণ (৪-৫) মিনিট অপেক্ষার পর যদি দুধের রং পরিবর্তিত হয়ে বক্সের গায়ের বিহ্নিত বেগুনী রং ধারণ করে তাহলে বুঝতে হবে দুধে ফরমালিন আছে। আর যদি রং বেগুনী না হয় তাহলে বুঝতে হবে দুধে ফরমালিন নেই। একটি কিট বক্স দ্বারা প্রায় ৫০টি নমুনা পরীক্ষা করা যায় এবং নির্ণয় মাত্রা ৫ পিপিএম।

এসএ/