ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ২ ১৪৩২

প্রতিটি জেলায় মেডিকেল কলেজ হবে: নাসিম

প্রকাশিত : ০৮:৪২ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি জেলায় ১টি করে মেডিকেল কলেজ ও প্রতি বিভাগে ১টি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে ৩১টি সরকারি মেডিকেল কলেজের মাধ্যমে প্রতি বছর ৩ হাজার ১৮৭ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা সম্ভব যা প্রয়োজনের তুলনায় কম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে বেসরকারি পর্যায়ে ৭৫টি মেডিকেল কলেজ (সেনাবাহিনী নিয়ন্ত্রিত ৬টিসহ) রয়েছে যার মোট আসন সংখ্যা ৭ হাজার ৫৬০টি।

নাসিম বলেন, প্রতিযোগিতার মধ্যে কিছু কিছু মেডিকেল কলেজ মান অর্জনে এখনও পুরোপুরি সক্ষমতা অর্জন করতে পারেনি। মনিটরিং টিমের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করে নির্ধারিত মান অর্জনে ব্যর্থ মেডিকেল কলেজগুলোর ভর্তি কার্যক্রম বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে মেডিকেল কলেজগুলোর মানোন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যাতে গুণগত মানসম্পন্ন চিকিৎসক তৈরির মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয়। সূত্র: বাসস

 

এমএইচ/