রোহিঙ্গা ইস্যুতে মুসলিম উম্মাহর প্রতি কৃতজ্ঞতা প্রধানমন্ত্রীর
প্রকাশিত : ১১:৫৭ এএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:২৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

রোহিঙ্গা ইস্যুতে মুসলিম দেশগুলোর অবস্থান প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের অস্থায়ীভাবে আশ্রয় দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের বিষয়ে আপনাদের সমর্থন ও সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তাই রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোই ওআইসিভূক্ত দেশগুলোকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
মুসলিম দেশগুলোর সম্পর্কোন্নয়নে পারষ্পরিক আস্থা ও বিশ্বাসের উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, মুসলিম দেশগুলোর সম্পর্কোন্নয়নে পারস্পরিক আস্থা-বিশ্বাস ও সহযোগিতা দরকার। বিশ্বব্যপী ইসলামিক পণ্য ও সেবার প্রচুর ভোক্তা আছে জানিয়ে তিনি বলেন, হালাল পণ্য ও সেবা গ্রহণ করতে মানুষ প্রস্তুত। তাই সহযোগিতার ভিত্তিতে বাণিজ্যিক সম্পর্ক বাড়িয়ে তুললে মুসলিম দেশগুলো এগিয়ে যাবে।
প্রমোটিং রিজিওনাল ইন্টিগ্রেশন থ্র্রু ট্যুরিজম’ স্লোগানে ওআইসি সদস্য দেশগুলোর পর্যটনমন্ত্রীদের তিনদিনব্যপী ইসলামিক কনফারেন্স অব ট্যুরিজম মিনিস্ট্রি (আইসিটিএম) সম্মেলনের আয়োজন করা হয়। আজ ৫ থেকে ৭ ফেব্রুয়ারি ঢাকায় ইসলামিক কনফারেন্স অব ট্যুরিজম মিনিস্ট্রি (আইসিটিএম) সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। সম্মেলনে ওআইসিভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীগণ অংশ নিয়েছেন। এ ছাড়া পুরো সম্মেলনে থাকবেন ওআইসির মহসচিব ড. ইউসুফ বিন আহমদ আল-ওথাইমিন।
বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতির কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিশ্বের সর্ববৃহৎ ম্যারিন ড্রাইভ (সমুদ্র সৈকত) রয়েছে। তা ছাড়া রয়েছে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। এছাড়াও হাজার বছরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে বলেও জানান তিনি।
এমজে/