ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার ঢাকায় আসছেন
প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দু’দিনের সফরে আগামীকাল শুক্রবার ঢাকায় আসছেন। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করাই তার এই সফরের লক্ষ্য।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে দু’শকেরও বেশি সময় ধরে চমৎকার কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন। এটি তার একটি দ্বিপাক্ষিক সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে রোহিঙ্গা ইস্যু এবং যুক্তরাজ্য সরকার কর্তৃক বাংলাদেশের কার্গোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া তার সফরে ব্রেক্সিট ও ভিসা সংশ্লিষ্ট বিষয়াদিও গুরুত্ব পাবে।
বরিস জনসন সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।
আর/টিকে