ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

রায়ের বিরুদ্ধে আপিল করবেন খালেদা

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উচ্চ আদালতে আপিল করবেন। বৃহস্পতিবার রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের একথা বলেন বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী ও দলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেন, আমরা উচ্চ আদালতে যাব। আশা করি, সেখানে ন্যায়বিচার পাবো।

উল্লেখ্য, বিদেশ থেকে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের দায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান।

এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে বেগম খালেদা জিয়া আপিলের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি জানান, রায় ঘোষণার পর বেগম খালেদা জিয়া তার আইনজীবীদের সাথে কথা বলে ঘোষিত এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের নির্দেশ দিয়েছেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা রায়ের সার্টিফায়েড কপি পেতে আবেদন করেছি। আজ সার্টিফায়েড কপি পেলে আগামী রোববার আপিল করবো। আর সার্টিফায়েড কপি রোববার পেলে সোমবার আপিল করা হবে।

 

আর/টিকে