খালেদার জন্য কারাগারে দুটি কক্ষ
প্রকাশিত : ১০:৪৩ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

ঢাকার একটি অস্থায়ী বিশেষ জজ আদালত বৃহস্পতিবার জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। এর পরই পাঁচ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে কড়া পুলিশি পাহারায় নিয়ে যাওয়া হয় নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে। সেখানে কয়েদির বাচ্চাদের জন্য এক সময় ব্যবহৃত কিডস ডে কারাগারের সেন্টারের তিনতলা ভবনের নিচ তলায় দু’টি রুমে খালদার থাকার ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে খালেদা জিয়ার পরিচারিকা ফাতেমাকে তার সাথে রাখার আবেদন করা হলেও সে বিষয়ে কোনো আদেশ জানা যায়নি।
এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়া ভালো আছেন।
রায় উপলক্ষে গতকাল বুধবার কারাগারের আশপাশে নতুন করে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া গতকাল থেকে ওই এলাকায় জনসাধারণের চলাচলেও কড়াকড়ি করা হচ্ছে।
আর/টিকে