ফসলের ৩৪টি নতুন জাত উদ্ভাবন: কৃষিমন্ত্রী
প্রকাশিত : ১০:৫৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বগুড়া কেন্দ্রে ১৫টি মসলা জাতীয় ফসলের নতুন ৩৪টি জাত উদ্ভাবন করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে কৃষক পর্যায়ে এসব জাত সম্প্রসারিত হচ্ছে। উদ্ভাবিত জাতের মধ্যে পেঁয়াজের ৫টি, মরিচের ৩টি, রসুনের ৪টি, আদার ৩টি, হলুদের ৫টি, ধনিয়ার ২টি, মেথীর ২টি, কালোজিরার ১টি, গোলমরিচের ১টি, পাতা পেঁয়াজের ১টি, আলুবোখারার ১টি, বিলাতী ধনিয়ার ১টি, পানের ২টি, মৌরির ২টি ও দারুচিনির ১টি জাত রয়েছে।
তিনি বলেন, ওই প্রযুক্তিসমূহ মাঠ পর্যায়ে কৃষক ও সংশ্লিষ্টদের হাতে পৌঁছানোর জন্য বুকলেট, লিফলেট, প্রশিক্ষণ ম্যানুয়াল, ডাইরেক্টরিসহ ২২টি প্রকাশনা প্রকাশিত হয়েছে। প্রযুক্তি হস্তান্তরের জন্য গত ৫ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকসহ ৫ হাজার ৬শ’ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মতিয়া চৌধুরী বলেন, কৃষক উচ্চ ফলনশীল জাত ও উৎপাদন প্রযুক্তির ব্যবহার এবং বর্তমান সরকারের বলিষ্ঠ কর্মপরিকল্পনার পাশাপাশি স্বল্প সুদে ঋণ প্রদান করায় মসলা চাষে এ সাফল্য এসেছে। তিনি বলেন, মসলা জাতীয় ফসলের অর্জিত উৎপাদন অব্যাহত রেখে এর উপর উচ্চমাত্রার গবেষণা কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তা রয়েছে বলেই কৃষি মন্ত্রণালয় ‘বাংলাদেশ মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ’ প্রকল্প অনুমোদন করেছে।
মন্ত্রী বলেন, ওই প্রকল্পের মাধ্যমে মসলার নতুন নতুন জাত উদ্ভাবনের পাশাপাশি প্রজনন বীজ উৎপাদন, কৃষক প্রশিক্ষণ, প্রদর্শনী খামার স্থাপন, প্রচার প্রচারণাসহ জাত সম্প্রসারণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে।
আর/টিকে