ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

খালেদাকে এরশাদের লাগানো গাছের বরই খাওয়ান

প্রকাশিত : ১১:১৮ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:০৪ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের লাগানো গাছের বরই খালেদা জিয়াকে খাওয়ার সুযোগ দিতে বলেছেন জাপার সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী। বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রসঙ্গত, জাপা চেয়ারম্যান কারাগারে থাকার সময় একটি বরই গাছ লাগিয়েছিলেন।

সংসদে ইয়াহইয়া চৌধুরী বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। বিএনপি চেয়ারপারসন একদিন জাতীয় পার্টির চেয়ারম্যানকে বিনা অপরাধে কারাগারে পাঠিয়েছিলেন। ভাগ্যের কী নির্মম পরিহাস, ২৮ বছর পর এখন বেগম জিয়া জেলখানায়।

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান কারাগারে থাকা অবস্থায় যে বরই গাছটি লাগিয়েছিলেন, সে গাছে এখন বরই ধরেছে। কারাবিধান অনুযায়ী এ বরই খেতে পারবেন কিনা জানি না, তবে সুযোগ থাকলে খালেদা জিয়াকে সেই বরই খেতে দেওয়া হোক।

 

আর/টিকে