ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

উকিল মুন্সি শোনাও তোমার বিচ্ছেদি

নূরুর রহমান

প্রকাশিত : ১২:২৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ০৭:১২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

উকিল মুন্সি শোনাও তোমার বিচ্ছেদি

(‘ওরে মন, দিবা হলো সমাপন’)
উকিল মুন্সি
এই প্রহরে শোনাও তোমার বিচ্ছেদি,
ঘুঙ্গুর কাঁদুক-কাঁদুক খঞ্জনি।
তোমার ভজনে মিছে হোক গৃহাস্থলি,
সকালে অফিস, বিকেলে চা, রাতের চাদর।
#
উকিল মুন্সি
তোমার সুরের মাধুলি দাও একখানি।
মিথুনের আগে তাগায় বাঁধি; ডাকিনীর আছরে
উনিদ্র রাত্রি কাটিয়া আমি যেন জাগিয়া উঠি।
#
উকিল মুন্সি
শোনাও তোমার পদাবলি,
পথআলোর ম্লানছায়ায় আমারে কাঁদাও;
দীর্ঘশ্বাসযতো করো লোবান সুগন্ধি।
#
উকিল মুন্সি
অবিনশ্বর ঘুমের অথৈই অতলে
আমারে লইয়া ডোবাও তোমার নাও।
মুক্ত কর-মুক্ত কর- কর অনুগ্রহ।
#
উকিল মুন্সি
শোনাও তোমার কাটা বিচ্ছেদি।