ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

ফল হাতে জেল গেটে বিএনপির দুই নেত্রী

প্রকাশিত : ০১:৩০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ০৩:৪৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার তৃতীয় মেয়াদের জেল জীবনের প্রথম প্রভাতে ফল হাতে জেল গেটে হাজির হয়েছেন বিএনিপর দুই নেত্রী। আজ শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী ‘অর্পণ বাংলাদেশ’-এর সভাপতি বিথীকা বিনতে হোসাইনসহ অন্য আরেক নেত্রী জেলগেটে যান।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের কাউকেই খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এদিকে বিএনপি নেত্রী যেসব ফল পছন্দ করতেন সেগুলো নিয়ে জেলগেটে গেলেও মূল ফটকে প্রবেশ করতে দেয়নি পুলিশ।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী ‘অর্পণ বাংলাদেশ’-এর সভাপতি বিথীকা বিনতে হোসাইন বলেন, আমরা নেত্রীর জন্য ফল এনেছিলাম, তিনি যেসব ফল পছন্দ করেন, সেগুলোই এনেছিলাম। তবে পুলিশ আমাদের কারা ফটকের দিকে যেতে দেয়নি। আমরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে ফলগুলো দেওয়ার চেষ্টা করবো।’

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয় অস্থায়ী বিশেষ জজ আদালত। দুপুর ২টা ২৯ মিনিটে রায় ঘোষণার পর পৌনে ৩টার দিকে তাকে বকশীবাজারের আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালত থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

এমজে/