ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

মেলায় পাওয়া যাচ্ছে ধান শুকানোর যন্ত্র

প্রকাশিত : ১০:৪০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ১১:০৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান। বর্তমানে ৫৫ দশমিক ৫ মিলিয়ন টন ধান উৎপাদিত হচ্ছে। ধান কাটা ও মারাই করার পর অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ ধান শুকানো। বৈরী আবহাওয়ায় ধানশুকানো খুব কষ্টকর এবং সময়ও লাগে বেশি।

আর এই সমস্যা সমাধানের জন্য সেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) আবিষ্কার করেছে ধান শুকানোর যন্ত্র। মূলত কম খরচ-সময়ে ধান শুকানো, ফলনোত্তর অপচয় কমানো এবং শ্রম ও স্বাস্থ্য ঝুঁকি কমানোর চিন্তা থেকেই এই যন্ত্রের উদ্ভাবন।

রাজধানীর খামারবাড়িতে প্রথমবারের মতো আয়োজিত কৃষিযন্ত্রপাতি মেলায় এ যন্ত্রটি পাওয়া যাচ্ছে। যন্ত্রটির নাম এসটিআর ড্রায়ার। এর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা।

যন্ত্রটি আবিষ্কারে ভূমিকা রাখা প্রধান গবেষক ড. চয়ন কুমার সাহা ও ড. মো. মঞ্জুরুল আলমের সাথে কথা বলে জানা যায়, এ যন্ত্রটি স্বল্প শিক্ষিত নারী পুরুষ পরিচালনা করতে পারবে। এ যন্ত্রটি দিয়ে প্রতি ব্যাচে ৫০০ কেজি ধান শুকাতে সময় লাগে চার থেকে পাঁচ ঘণ্টা। ঘণ্টায় ডিজেল খরচ হয় ০.৬ লিটার। শুকানোর ৪ থেকে ৫ ঘণ্টার পর ধান ভাঙ্গানোর উপযোগী হবে।

এএ/টিকে