‘খালেদা জিয়ার জন্য মানুষ রাজপথে নামেনি’
প্রকাশিত : ০৩:১১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মানুষ আন্দোলনে নামেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা বলেছিলেন খালেদা জিয়াকে গ্রেফতার করলে লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসবে। কিন্তু শত মানুষও রাস্তায় নামেনি।
আজ রাজধানীতে বিআরটিএর নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ডাকে বিগত নয় বছর সাড়া দেয়নি জনগণ। নেতারা যদি আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকেন, তাহলে আন্দোলন কীভাবে সম্ভব? আন্দোলন কখনও সফল হবে যদি জনগণের সমর্থন থাকে। খালেদা জিয়ার জন্য মানুষ রাস্তায় নামেনি। মানুষ কী এখন বিএনপির জন্য রাস্তায় নামবে? মানুষ এখন আর আন্দোলের মুডে নয়, নিবার্চনের মুডে আছে।
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের মামলার রায় আদালত দিয়েছেন। আদালতেই বিষয়টি সমাধান করতে হবে। তার মুক্তি হবে কি হবে না সে বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। এ বিষয়ে সরকার কিংবা আওয়ামী লীগের কোনো হাত নেই।
/ এআর /